শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মুজাম শেখের মেয়ে।
স্বজনরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।
ঝিনাইদহে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, দেলোয়ার কবির, আসিফ ইকবাল কাজল, পিন্টু লাল দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কে এম সালেহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। তাদের লেখনির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তাদের পেশাগত দায়িত্ব পালন কালে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা তাদের পাশে থাকবে। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশকে সার্বিক সহযোগিতার আহবান জানান।
ঝিনাইদহে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’র সমাপনী
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার তসলিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, ফজর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ কে এম ফয়সানুল কবির।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার প্রদাণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্টানকে পুরস্কৃত করা হয়।
গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। মেলাই ৬ টি উপজেলার ৩ টি গ্রুপে ৫৪ টি প্রজেক্টে ১শত শিক্ষার্থী অংশ নেয়।
দেশতথ্য//এল//
Leave a Reply