ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুরে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হলে ১০ ঘন্টা ধরে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। ১০ ঘণ্টা পর অবশেষে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দেশতথ্য//এল//
Leave a Reply