নীলফামারী প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষে) দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণের দাবীতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বরাবর স্মারকলিপি প্রেরণ করেন শিক্ষক নেতারা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার ব্যানারে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নীলফামারী জেলা সভাপতি আবু মুসা ভুঁইঞা। মানববন্ধনে বক্তব্য রাখেন লেবু মিয়া, জনাব আলী, আজহারুল ইসলাম, আব্দুল আজিজ, ফারুক মোল্লা, রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, রশিদুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর মতই একই সময়ে একই সিলেবাসে পাঠদান করান ইবতেদায়ী শিক্ষকরা। এমনকি প্রাথমিক শিক্ষকদের মত মাদরাসা শিক্ষকরাও সরকারী কাজে অংশগ্রহণ করে থাকেন কিন্তু দুর্ভাগ্য প্রাইমারী শিক্ষকরা মাস শেষে ২২ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা পেয়ে থাকেন আর আমরা পাই না বললেই চলে।
দেশতথ্য//এল//
Leave a Reply