আল-হেলাল,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ পৌর শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট কর্তৃক সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ টি পরিবারের মধ্যে বরাদ্ধকৃত ১ম পর্যায়ে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অধিক ক্ষতিগ্রস্থ ২৩৯ পরিবারের মধ্যে প্রতি পরিবার ৪৫০০ টাকা স্থানীয় পোষ্ট অফিসের মাধ্যমে এবং পরিবার প্রতি ১ প্যাকেট সবজী বীজ ঢেরস-১০ গ্রাম,করলা ১০ পিস,শশা ২০ পিস,লাউ ১০ পিস,বরবটি ২৫ গ্রাম,লালশাক ২৫ গ্রাম,পুইশাক ২৫ গ্রাম ও মিষ্টি কুমড়া ১০ পিস বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উক্ত আর্থিক অনুদান ও বীজ বিতরণ করেছেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ এমপি। এসময় উপস্থিত ছিলেন,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আফতাব উদ্দিন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর,সিলেট ডাক বিভাগের সুপার মো.আক্কাস উদ্দিন,সুনামগঞ্জের পোষ্ট মাষ্টার মো.আব্দুল মালেক,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনিবার্হী সদস্য সিরাজুর রহমান সিরাজ,জাপা নেতা রশিদ আহমদ,কেন্দ্রীয় শিক্ষক নেতা মো.রুহুল আমিন,ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার,এনডিআরটি সদস্য মাহবুবুর রহমান,মো.আব্দুর রাকিব, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি,সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, আব্দুস সালাম ও যুব প্রধান মাছুম আহমেদ প্রমুখ।
দেশতথ্য //এল//
Leave a Reply