মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যানে পদে উপ-নির্বাচন ১০ অক্টোবর শনিবার। চেয়ারম্যানে পদে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী ও বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রতিদ্বীতা করছে। নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী গত ২৯ মার্চ ভোট গ্রহণের সময় নির্ধারন ছিল। কিন্তু মহামারি করোনার কারনের্ ভোট গ্রহন স্থগিত করা হয়। এদিকে নতুন করে ভোট গ্রহনের তারিখ নির্ধারণের আগে থেকেই দুই প্রতিদদ্বী প্রার্থীর প্রচার প্রচারণায় নির্বাচন জমে উঠলেও ভোট দিতে যাওয়ার ব্যাপারে ভোটারদের তেমন আগ্রহ নাই। তবে আওয়ামীলীগের প্রার্থী শহিদুল করিম শিবলী বলেন,ভোটাররা যেভাবে সাড়া দিচ্ছে ১০ অক্টোবর নৌকা প্রতিকেই জয়লাভ করবে। আর বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম মনির বলেন,ভোটারা তাদের ভোট কোন বাধা ছাড়া দিতে পারলে ধানের শীষ প্রতিক জয়লাভ করবে। ১০ অক্টোবর ভোট গ্রহনের জন্য ১০ কেন্দ্রকে প্রস্তত করা হয়েছে। অবাধ ও উৎসব মুখর ভাবে ভোটারা তাদের পছ›দের প্রার্থীকে ভোট দিতে পারে এ জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর জানান। উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী শুক্রবার চলতি দায়িত্বে থাকা মাটিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলী আজম তৌহিদ মারা যাওয়ায় এ উপ-নির্বাচন।
দেশতথ্য //এল//
Leave a Reply