নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো. আজগার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ( ৬ অক্টোবর) শহরের হাতিখানা মহুয়া গাছ এলাকায় সৈয়দপুর-পার্বতীপুর রেল লাইনে। নিহত ব্যক্তি শহরের কাজীপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে সৈয়দপাুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে পার্বতীপুর যাওয়ার পথে হাতিখানা বানিয়াপাড়ায় মহুয়া গাছ এলাকায় পৌছলে বৃদ্ধের গলা কেটে মাথা ও শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। পরে এলাকাবাসী সৈয়দপুর রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দেশতথ্য//এল//
Leave a Reply