নীলফামারী প্রতিনিধি :
সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আরিফ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ( ৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় নীলফামারী জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আরিফ হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান। মো. আরিফ হোসেন দীর্ঘ দিন ধরে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের মত অনেক কাজ করেছে যা বাংলাদেশ ছাত্রলীগের জন্য আপত্তিকর। বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃংখল সংগঠন, তাই এখানে বিশৃংখলাকারীদের স্থান নাই। একজনের জন্য তো আমাদের সবার সুনাম ক্ষুন্ন হতে পারে না। তাকে বার বার সর্তক করার পরেও সে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করেছে সে জন্য বাংলাদেশ ছাত্রলীগ তাঁকে বহিষ্কার করেছে। এমন সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ধন্যবাদ জানান তিনি।
দেশতথ্য//এল/
Leave a Reply