হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় হায়দার বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল দক্ষিণপাড়া গ্রামের ছবির বিশ্বাসের ছেলে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার সময় স্বরুপদহ মাদ্রাসা মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রিয়ারিং ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ঘাতক ট্রিয়ারিং ট্রলি আটক হলেও চালক পালিয়ে যায়। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চত করেন।
মিরপুরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।। কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার স্বরুপদহ সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদেরের (৪২) লালসার শিকার হন ওই মাদ্রাসার অষ্টম শ্রেনীর এক আবাসিক ছাত্রি।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের পালাতক রয়েছে।
সূত্র জানায় ৩ অক্টোবর বিকেলে ওই মাদ্রাসার এক ছাত্রীর অভিভাবক তার মেয়ের খাবার দিতে আসলে অফিস কক্ষে শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বিষয়টি গতকাল সোমবার সকালে ভিকটিমের পরিবারকে অবহিত করলে ওই ছাত্রীর মা মাদ্রাসায় এসে তার মেয়ের নিকট থেকে বিস্তারিত ঘটনা শুনেন। অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তার বয়স নির্ধারণ ও স্বাস্থ্য পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন হবে। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply