নিজস্ব প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ আকিজ বিড়ি ফ্যক্টরী বন্ধ করে দিয়েছে কতিপয় শ্রমিক নামীয় দুর্বৃত্ত গং।সরকারী ট্রেস্ক এর কাগজ পাল্টিয়ে নকলটা যুক্ত করে দেয়।
জাল বেন্ড রোল সংগ্রহ করে চিহৃত শ্রমিকের দিয়ে বিড়ির প্যাকেটে লাগিয়ে দিতে থাকে, এতে আসল বিড়ি নকল বিড়ি দেখায়। এতে বিড়ির মান নিয়ে ভোক্তা দের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান গত তিন মাস আগে দফায় দফায় এমন ঘটনা ঘটায়, অফিসার চেক করে ধরা পড়লে সংঘবদ্ধ চক্রের সহযোগিতায় উক্ত শ্রমিকেরা বিপদজনক অবস্থার সৃষ্টি করে এমনকি উত্তেজিত হয়ে ফ্যাক্টরি বিনষ্ট করার প্রচেষ্টা করলে ম্যনেজার রসুল উদ্দিন পলাশ নিজ দায়িত্বে ফ্যক্টরীর উৎপাদন বন্ধ করে দেয়। মাসাধিক পরে আবার ফ্যাক্টরি চালু হলে আবারো পরিকল্পিত ভাবে পুনঃ ঘটনা ঘটিয়ে ফ্যকটরী বন্ধ করে দিয়েছে। জানা গেছে বিগত ১৫ দিন ধরে ফ্যক্টরী বন্ধ রয়েছে, বিপাকে পড়েছে পনের হাজার শ্রমিক ও তাদের পরিবার । জানাগেছে স্হানীয় জিয়া,মোমিন,মন্টু,সুখেন,ভুট্টটো,বজলু,রেজাউল,বিল্বব,নাননু প্রমূখ শ্রমিক নেতৃত্ব দিয়ে এই অপকর্ম করে চলেেছে।এই অবস্থায় বেকার হয়ে পড়েছে প্রায় পনের হাজার শ্রমিক। সাধারণ শ্রমিকের জীবণ অনিশ্চিত হয়ে পড়েছে নেতা নামীয় দুর্বৃত্ত দৌরাত্ম।ফ্যক্টরী গেটে কড়া চেক বসিয়ে নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায়নি এই অপকর্ম। শ্রমিকেরা জানান অভিযুক্তদের কিছু বলতে গেলেই ম্যনেজার সাহেবকে মারতে আসে।
দেশতথ্য//এল//
Leave a Reply