কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের সোনাইডাংগা গ্রামে রাস্তার পাশে ছিনতাইকারীরা আকাশ নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় প্রাইভেট কার থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পথচারিরা চালকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে প্রাথমিক ভাবে স্থানীয় চিকিৎসা-সেবা দিয়ে সুস্থ করেন। গাড়ির চালক একটু সুস্থ হয়ে জানান, আমি অটো ড্রাইভার আমার সাথে একদল ছিনতাই কারী মিল করে আমাকে হোটেলে খাবার খেতে নিয়ে যায়। এরপরে আমার আর কিছু মনে নেই।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইজিবাইক চালকের নাম আকাশ (২০)। সে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার ফরহাদের ছেলে।
ইজি বাইকের মালিকের নাম সাইদার ইসলাম পিতা মৃত আমজাদ খা। তার বাড়িও মোল্লাতেঘরিয়ায়।
তার ইজিবাকটি একই গ্রামের আকাশ ভাড়ায় চালাতো।
প্রতিদিনের মতো আকাশ ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে শহরে ভাড়া মারতে বের হলে সে ছিনতাইকারীদের কবলে পড়ে।
এই বিষয়ে ইবি থানার এস আই সামাদ ও এস আই নাসির এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইজি বাইকের চালককে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল প্রেরণ করেন ।এস আই সামাদ সাংবাদিকদেরকে বলেন এই বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি । তবে আমরা এর সঠিক তদন্ত করে ছিনতাইকারী চক্রকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
দেশতথ্য//এল//
Leave a Reply